নরসিংদী জেলা থেকে তরুণ করদাতা শ্রেণিতে ২০২১-২২ কর বছরে টানা ৪র্থ বারের মত সেরা করদাতা নির্বাচিত হয়েছেন চিশতিয়া সাইজিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান রিন্টু।

বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাবে প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হম মুস্তফা কামালের হাত থেকে সেরা করদাতা পুরস্কার গ্রহণ করেন তিনি। এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

রাশেদুল হাসান রিন্টু দেশের শীর্ষস্থানীয় মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)র পরিচালক। তিনি পরপর টানা ৪ বার নরসিংদী জেলার সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন।

রাশেদুল হাসান রিন্টু বলেন, ৪র্থ বারের মতো সেরা করদাতা হিসেবে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।

এখানে কমেন্ট করুন: