স্টাফ রিপোটার:নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী উকিল ও সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিচারের দাবীতে নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রাবার(২৬মে) সকালে শহরের শাপলা চত্তর ইউনিটির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সুয়েব আহম্মেদের সঞ্চালনায় বক্তব রাখেন ইউনিটির সভাপতি গ্লোবাল টেলিভিশন ও দৈনিক নবচেতন-গড়ব বাংলাদেশ জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম মতি, রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুখলেছুর রহমান, সিনিয়র সহসভাপতি আবুল ফয়েজ বাচ্চু,মোহাম্মদ মাহাবুব হোসেন(মামুন),নিউজ টুইনটিফোর জেলা প্রতিনিধি অর্থ সম্পাদক হৃদয় খান,আতিকুল ইসলাম আকিব,তুহিদুর রহমান জিম,মো.ইদুল ফিতর,মো.মাসুদ খান,সাখাওয়াত হোসেন,সুমন মিয়া, তামবির হোসেনসহ সকল সদস্যবৃন্ধৃ। তারা বলেন গত সোমবার (২২ মে) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ হল রুমে ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভায় সারাবিশ্বে উকিল আর সাংবাদিকদের সবচেয়ে সস্তায় পাওয়া যায়।

তার এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ব্যাপি সমালোচনার ঝর উঠে। যার ফলে সাংবাদিক ও উকিল মহলের ব্যাপক মান সম্মান খুন্য হয়েছে। এরই প্রতিবাদে উক্ত সভায় সাংবাদিকরা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী সাংবাদিক ও আইন জীবী মহলের নিকট ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে সাংবাদিক মহলের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। নাম প্রকাশে অনচ্চুক একাধীক ব্যাক্তি বলেন গত নির্বাচনে তিনি বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছেন বলেই সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করতে পারছেন। উনার কাছ থেকে এরচেয়ে বেশি কিছু আশা করতে পারেন না।এ বিষয়ে জানতে একাধিক বার মোঠোফুনে ফোন দিলে তিনি রিসিব করেন নি।

ফলে উনার উপজেলা অফিসে গিয়ে না পেয়ে মরজাল এলাকায় নিজের নামে ওয়ান্ডার র্পাক এবং নিজ বাসায় আছেন জেনে সাংবাদিকরা দেখাকরতে চাইলে তিনি দেখাকরতে বা কোন কথাবলতে রাজি হয়নি। এলাকাবাসী জানা যায় মরজাল এলাকার মৃত কফিল উদ্দিনের কন্যা লায়লা কানিজ লাকী তিনি একজন গ্রামের সাধারন ঘরে জন্ম হলেও একটি কলেজের প্রফেছার হয়ে অল্প সময়ের মধ্যে কি করে বিপুল সম্পদদের পাহাড় গড়েছেন তা কারো জানানেই।

রয়েছে মরজাল গ্রামে বাবা নিজ বাড়ীতে রাজ প্রসাদ,মরজাল এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যায়ে নিজ নামে ওয়ান্ডার র্পাক, এ ছাড়াও এলাকায় রয়েছে বহু জমি জমা, ঢাকায় বসুনধরায় রয়েছে নিজের বাড়ী, ডুবাইওসহ বিভিন্ন দেশে উনার নিজস্ব বাড়ী থাকার কথাও গুনজন শুনা যাচ্ছে। অল্প সময়ে তিনি হাজার হাজার কোটি টাকার কি করে মালিক হলেন এসব বিষয়ে এলাকার কারু জানানেই।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি রহমান হাবিবের সঙ্গে কথা হলে তিনি চেয়ারম্যানের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসককে অব্যহিত করা হয়েছে। লায়লা কানিজ যা বলেছেন তাতে পুরো সাংবাদিক সমাজের কাছে উনাকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করবো।

এখানে কমেন্ট করুন: