নরসিংদীর রায়পুরায় নাদিরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা একই উপজেলার সৈকার চর গ্রামের সৌদী প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন চার সন্তানের জননী নাদিরা বেগম ৩ দিন আগে নিখোঁজ হয়। রবিবার স্থানীয়রা রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় পরিবারের সদস্যরা নাদিরার মরদেহ শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কবির জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
এখানে কমেন্ট করুন: