মানবতার রাজনীতি ছাড়া জীবন-দেশ-ধর্ম ধ্বংস হয়ে যাবে: আল্লামা ইমাম হায়াত

স্টাফ রিপোর্টার:
একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি গড়ে তুলতে নরসিংদীর বেলাবতে মানবতা ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ও প্রধান বক্তা আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেমা হায়াত।

নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদ সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাউসার, মাইনউদ্দিন টিটুসহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

প্রধান বক্তা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি না থাকলে একক গোষ্ঠী বাদি স্বৈরারাজনীতির গ্রাসে জীবন-রাষ্ট্রও ধর্ম ধ্বংস হয়ে যাবে। মানবতার বিধ্বংসী মিথ্যা-জুলুম-স্বৈরতার ধারক একক গোষ্ঠিবাদি সকল অপশক্তির অপরাজনীতি গ্রাস থেকে অবরুদ্ধ জীবন, ধর্ম, দেশ, রাষ্ট্র, গনতন্ত্র ও পরাজিত মানবতার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব।

প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন,একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বরে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায়।আমরা চাই মানবতা।বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

এখানে কমেন্ট করুন: