স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ শাহেনশাহ’র সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, শেখ হাসিনা পলায়ন করেছেন। কিন্তু তার কিছু দুষ্কৃতকারী ভারতের সহযোগীতায় ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের বলতে চাই, আপনারা ষড়যন্ত্র করতে চাইলে বাংলার ১৮ কোটি মানুষ তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। আমরা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। প্রয়োজনে আবারো অস্ত্র হাতে যুদ্ধে নামবো। বাংলার এক ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেয়া হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।