নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর নামে আওয়ামিলীগের অফিসিয়াল ফেসবুক থেকে এডিট করা ছবি পোস্ট ও মিথ্যা তথ্যসহ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নরসিংদী জেলা ছাত্রদল।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে নরসিংদী শহরের সাটিরপাড়া পৌর শহীদ মিনারে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল কাদের টিটু, সদস্য জাহিদুল ইসলাম ভুইয়া,আনোয়ার হোসেন আনু,সদর উপজেলা যুবদলের রাসেল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু করে নরসিংদী পৌরসভা হয়ে বাজীর মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে বক্তারা অতিদ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনির প্রতি আহ্বান জানান