নরসিংদীতে জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

মো. হৃদয় খান: নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী ১ আসনের এমপি নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ: মতিন ভ‚ইয়া, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ আসনের এমপি আনোয়ারুল আশরাফ খান দিলিপ, এড. রিয়াজুল কাউছার, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল ইসলাম সহ নরসিংদী জেলা আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ। জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: