৪ জুন ,নরসিংদীর পৌর মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান এর সৌজন্যে করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদী জজ কোর্টের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক সুরঙ্গ( Disinfection tunnel) স্থাপন করা হয়।

জীবাণুনাশক সুরঙ্গ স্থাপনকালে উদ্বোধন করেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ,বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম , নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান, সম্পাদক এডভোকেট খন্দকার আতাউর রহমান|

সাবেক সম্পাদক, বর্তমান নরসিংদী জজ কোর্টের জিপি এডভোকেট তারেক মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি, এডভোকেট জামান,এপিপি এড. মোঃ আলমগীর হোসেন, এডভোকেট মুনসুর আলী সিকদার সহ অন্যান্য অ্যাডভোকেট ও আদালতের বিভিন্ন স্টাফ উপস্থিত ছিলেন।

এখানে কমেন্ট করুন: