নরসিংদীতে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নিলেন ইয়াসমিন সুলতানা

আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা।

গতকাল নরসিংদী জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, শহর মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারহানা সরকার সুমা, কাজী মেহেরুন নাহার লাভলী, রেখা বেগম, নাসরীন জাহান সবুজ, এড. ফাতেমা, তাহমিনা আক্তার, নাইমা রহমান সহ জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

কাউন্সিলর প্রার্থী ইয়াসমিন সুলতানা জানান, দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের মূলধারার রাজনীতি করে আসছি। এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। এলাকার সকলকে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকাবাসী পুনরায় আমাকে মহিলা ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবে, ইনশাল্লাহ।

এখানে কমেন্ট করুন: