স্টাফ রিপোর্টার: স্ত্রীর কাছে টাকা না পেয়ে নিজের ১৮ মাসের ছেলে আলিফকে মাথায় তুলে আছড়ে হত্যা করলো পাষন্ড বাবা। রোববার এমরানের শ্বশুরবাড়ি নরসিংদীর মাধবদীর সৈকাদী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাষন্ড বাবা এমরানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে ঘোড়াশাল এলাকার ভাগদী গ্রামের আব্দুস সালামের পুত্র এমরানের সঙ্গে মাধবদীর সৈকাদী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাদের সংসারে নানা রকম কলহ দেখা দেয়।

এরই জেরে ২ বছর ধরে স্ত্রী বাপের বাড়িতেই বসবাস করেন। রোববার এমরান স্ত্রী ফেরদৌসীর কাছে টাকা চায়। কিন্তু এমরানকে টাকা না দিয়ে কর্মস্থলে চলে যায় ফেরদৌসী।

এমরান টাকা না পেয়ে ক্ষোভে শিশুপুত্র আলিফকে মাথায় তুলে আছড়ে হত্যা করে। শিশুটিকে বাঁচাতে শাশুড়ি রাশিদা ছুটে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে পাষন্ড বাবা এমরান।

শ্বাশুড়ির কান্না শুনে আশে পাশের বাড়ির লোকজন ছুটে এসে এমরানকে ধরে ফেলে। আর রাশিদা বেগমকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এমরানকে আটক করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: