মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:নরসিংদীর মনোহরদী উপজেলা দলৌতপুর ইউনিয়নে কোচেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদীসহ ফসলী জমি হতে রাতের আধারে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় এস্কেলেটার ও ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মো. মারুফ দস্তেগীর কোচেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ।
দৌলতপুর ইউনিয়নে কোচেরচর এলাকায় একটি প্রভাব শালী মহল রাতের আধারে দীর্ঘদিন যাবৎ ফসলী জমিতে ৪০/৫০ ফুট গর্তকরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তেলন করায় আশপাশের ফসলী জমিসহ রাস্তাঘাট হুমকির মুখে পরার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধ বালু উত্তোলন কারী কাউকে গ্রেফতার করতে না পেরে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও এস্কেলেটার জব্দ করা হয়। মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন কারী ড্রেজার মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার(ভূমি) মো. মারুফ দস্তেগীর ।
রংপুর থেকে আসা এস্কেলেটার মেশিনর মালিকের দাবী স্থানীয় হারুনের মাধ্যমে প্রতিরাতে ঘন্টায় ১৪ শত টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবৎ এ এলাকায় বালু উত্তোলন করে বলে দাবীএই শ্রমিকের।
অবৈধ বালু বহন কারী ট্রলির কারনে রাস্তা ঘাট নষ্ট হচ্ছে বলে দাবী এলাকাবাসীর।অধিক লাভ হওয়ায় প্রশাসন বিভিন্ন সময় অভিজান করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারছেন না বলে দাবী স্থানীয় চেয়ারম্যান শরীফ মাহমুদ খান(বাহলুলর)। প্রভাব শালী মহল রাতের আধারে ফসলী জমি হতে ৪০/৫০ ফুট গর্তকরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের জমিসহ স্থানীয় রাস্তাঘাট হুমকির সম্মুখিনের অভিযোগের মোবাইল কোর্ট পরিচালনা করার দাবী করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।
তবে কাউকে গ্রেফতার করতে না পারলেও ড্রেজার মেশিন ও এস্কেলেটার জব্দ করার দাবী মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর।
ব্রহ্মপুত্র নদীসহ মনোহরদী উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বাদী জানান এলাকাবাসীর।