রায়পুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

রায়পুরা (নরসিংদী) থেকে:: নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে কয়েক হাজার লোকের উপস্থিতে রায়পুরা সরকারি কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ গ্রহণ করেন ৩০নং মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯নং আব্দুল্লারচর মুন্সি আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে ২-০ গোলে জয়লাভ করে ৩০নং মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশ গ্রহণ করে ১৪৭নং বীরগাঁও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে ১৪৭নং বীরগাঁও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিকুর রহমান সবুজ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ জুনায়েদ, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমুখ।
এখানে কমেন্ট করুন: