স্টাফ রিপোটার: নরসিংদীতে জেলা যাত্রাশিল্পী কল্যাণ সমিতির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল। শুক্রবার ৮ মে দুপুরে শহরের শাপলা চত্ত্বর এলাকায় পৌর মেয়রের নিজস্ব কার্যালয়ের সামনে নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে প্রতিদিন নরসিংদীর বিভিন্ন এলাকায় ৫ হাজার মানুষের মাঝে ইফতার হিসেবে ভূনা খিচুড়ি ও ডিম ভূনা পৌঁছে দিচ্ছেন। এই কাজে সহযোগিতা করছে, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা।ব্যক্তিগত তহবিল থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ও নিম্ন আয়ের বিশ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল

। নরসিংদীর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিচ্ছেন নরসিংদীর শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন,আমার পৌরসভার কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিদিনই খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হবে। যতদিন এ সমস্যা থাকবে ততদিন বিতরণ কার্যক্রম চলবে।

এখানে কমেন্ট করুন: