স্টাফ রিপোটার: নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার সকাল ৬টার দিকে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাসনুন (১৩) ও জিসান (৮)। গুরুতর আহত অন্তঃসত্ত্বার নাম লাবনী (৩০)।
আহত অন্যরা হলেন- সহিদ (৪৫), নাবিলা (৮), রুবেল শেখ (২৮), লেকমত শেখ (৫৫) ও তামান্না (১২)।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, রাতে দুই ভাই বাড়ির নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপর ঘুমিয়ে ছিল। সকাল ৬টার দিকে বিস্ফোরণে ঘটনাস্থলে দুই ভাই নিহত হয়।
বিস্ফোরণে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এখানে কমেন্ট করুন: