করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছে অসহায় দরিদ্র ও হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরা। সুবিধাবঞ্চিত এসব মানুষের ঈদ উৎসব বর্ণিল করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

রবিবার (২৩ মে) সকালে নরসিংদীর বাসাইল এলাকায় নরসিংদী সরকারী কলেজের ৩য় শ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বর আহম্মেদ শিবলী। এর আগে শনিবার (২৩ মে) সকালে নরসিংদীর বাসাইলে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলী বলেন,করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ও নরসিংদী পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল ভাইয়ের অনুপ্রেরণায় এবং নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার আদর্শ ভি.পি শামীম নেওয়াজ ভাই এর সার্বিক সহযোগিতায় আমরা নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। করোনায় লকডাউনে নরসিংদী সরকারী কলেজের ৩য় শ্রেণীর কর্মচারীরাও বিপাকে পড়েছে। তাই তাদের পাশেও দাড়ানোর চেষ্টা করেছি।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম দস্তগীর পারভেজ, সহ-সভাপতি ইমরুল কায়েস মিশু, মোঃ মাহবুবুর রহমান, শাহরিয়ার আহমেদ সাহেল, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা আমির হোসেন বাবু, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরাজুল হক আকাশ, প্রচার সম্পাদক আশরাফুল আলম রাহাদ, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক বিপ্লব আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা দীপ সাহা তানীম খন্দকার, হৃদয় সাহা প্রমুখ।

এখানে কমেন্ট করুন: