করোনা ভাইরাস প্রতিকারের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ম দফায় ২০০০ (দুই হাজার) প্রমিক পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়েছিলো। এবার ২য় দফায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২০০০ (দুই হাজার) শ্রমিক পরিবারের মাঝে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সৌজন্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত পুলিশ সুপার সদর নরসিংদী।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুুল হাসান শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির (সি.আই.পি) মহোদয়ের বড় বোন ও ভগ্নিপতির অকাল মৃত্যুতে শোকাহত অবস্থায় থাকায় উনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের মাধ্যমে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেছেন।