নরসিংদীতে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী

স্টাফ রিপোটার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক এতিম দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার দুপুরে দারুল উলুম মাদ্রাসা বিলাসদী (আল্লাহু চত্তর) নরসিংদীর শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন সাভার ডিভিশনের ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা সদস্যদের পক্ষে ক্যাপ্টেন জাহিন। এ সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের মধ্যে মাদ্রাসার অসহায়-দুঃস্থ শিক্ষার্থীরা লকডাউনে থাকায় তাদের মধ্যে সেনাবাহিনী কর্তৃক ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী জেলা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা দিয়ে আসছে।

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করে আসছে। ঈদকে সামনে রেখে সেনা সদস্যরা জেলার শিবপুরসহ বিভিন্ন স্থানে তাদের নিজস্ব অর্থায়নে দুঃস্থ এতিমদের মধ্যে ঈদ সামগ্রী সহ নগদ অর্থ বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগনকে পরামর্শ দিয়ে আসছেন।

এখানে কমেন্ট করুন: