নরসিংদী জেলা প্রতিনিধি:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাঁধের ওপর রাস্তা নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগে নরসিংদী পৌরমেয়র কামরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে তিনিসহ মোট ছয়জনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।
নরসিংদীর পৌরমেয়র ছাড়া অন্য যে পাঁচজনের বিরুদ্ধে আদালত এই রুল দিয়েছেন তারা হলেন, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পানি উন্নয়ন বোডের প্রধান প্রকৌশলী ও পৌরসভার প্রকৌশলী। তাদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী আদনান সরকার ও ফারিয়া জামান।
আইনজীবী আদনান জানান, শহরের পুরনো লঞ্চ ঘাটের দত্তপাড়া এলাকায় বাঁধের ওপর রাস্তা নির্মাণ করতে গিয়ে পাশে থাকা বাড়িঘর ভেঙে ফেলায় আব্দুল হক, শাহাদাৎ হোসেন মন্টু ও বেলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন গত বছর রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তারপরও কাজ অব্যাহত রাখলে আদালত অবমাননার অভিযোগটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে রুল জারি করেন।
এখানে কমেন্ট করুন: