নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নরসিংদী পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগর সভাপতি (ভারপ্রাপ্ত) জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু সহ সকল নেত্রীবৃন্দ।
অপরদিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন ডা. নূরুল ইসলামের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা চেম্বার, আইনজীবি সমিতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন করেন।এসময় মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা গভীর রাতেও সরব হয়ে উঠে।সকালে বিভিন্ন স্কুল-কলেজ গুলো ছাত্র-ছাত্রী নিয়ে প্রভাত ফেরিতে বের হয়।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।মহান শহীদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়।