নরসিংদীতে শেখ গোলাম নবী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীর দিলারপুর মধ্যপাড়া শেখ গোলাম  নবী ফুটবল টুর্নামেন্টের এক বিশাল আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২২ শে জানুয়ারি) বিকাল ৩ টায় নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে এই খেলার আয়োজন করা হয়। 

খেলায় সমাজ সেবক শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 

ইকবাল হোসেন এবং খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ খোকন।আরো উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,কামরুল পাঠান,গাজী শেখ,জাহাঙ্গীর মেম্বার,গোলাম ফারুক বাবু ও আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অন্যতম ছাত্রনেতা ও সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভুইয়া ও বৈষম্য বিরুধীছাত্র আন্দোলনের অন্যতম সাহসি যোদ্ধা  মো রেদুয়ান।

পৃষ্ঠপোষকতায় ছিলেন শেখ সালাম, জহিরুল ইসলাম ভুইয়া,  আল আমিন, স্বপন সহ আর অনেকে। এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন সোহরাব স্মৃতি ফুটবল একাদশ ও হাবিব  স্মতি ফুটবল একাদশ,  শুরুতেই সোহরাব ফুটবল একাদশ দাপুটে প্রদর্শন করেন এবং বিরতির পূর্বেই ১-০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর হাবিব ফুটবল একাদশ গোল করার মাধ্যমে খেলা সমতায় ফিরে এবং ট্রাইবেকারের মাধ্যমে এই খেলায় হাবিব একাদশ ৪-৫ সোহরাব একাদশ কে হারিয়ে বিজয়ী হয়।  এসময় বক্তারা বলেন নজরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন সরকার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেনের নির্দেশে তরুনদের মাদকমুক্ত রাখতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

পুরুষ্কার বিতরনের মাধ্যমে এই খেলার সমাপ্তি হয়।

এখানে কমেন্ট করুন: