শেখেরচরে নিহত নব্য জেএমবির স্বামী-স্ত্রীর বাড়ি ঝিনাইদহে

নরসিংদীর শেখেরচরে ‘গর্ডিয়ান নট’ এ নিহত আবু আব্দুল্লাহ আল বাঙালি ওরফে গোলাম মোস্তফা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার স্ত্রী ঢাকার গাজীপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর ভগিরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে তাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে তারা নিহত হন।

স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবু আব্দুল্লাহ ওরফে মোস্তফা যশোর এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো। গত ৮/৯ মাস ধরে আবু আব্দুল্লাহ ওরফে মোস্তফার চলাফেরায় সন্দেহ জাগে এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মাস আগে আবু আব্দুল্লাহ ওরফে মোস্তফা ও আকলিমা আক্তার মনি বিয়ে করেন। পড়াশোনা করায় মনি বাবার বাড়িতেই থাকতেন। অক্টোবর মাসের ১ তারিখে মোস্তফা ঢাকায় শ্বশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসেন। এরপর থেকে তাদের আর খোঁজ ছিল না।

বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরিবর্তন ডটকমকে বলেন, গত ৭/৮ মাস ধরেই মোস্তফার চলাফেরা আমরা সন্দেহ করতাম। তাকে অনেকবার নিষেধ করেছি, এই বিপদের পথ থেকে ফিরে আসতে। কিন্তু কথা শোনেনি।

নিহত আকলিমা আক্তার মনির দুলাভাই হাসান আলী টেলিফোনে বলেন, আমরা তাদের নিহত হবার খবরটি নিশ্চিত হয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়েছি।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *