স্টাফ রিপোর্টার:নরসিংদীতে হাতের স্পর্শছাড়াই সমলয়ে যন্ত্রের মাধ্যমে সম্পুর্ন সরকারী খরচে কৃষি বিভাগের উদ্ধোগে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নরসিংদী সদর বাগহাট্রা এলাকায় ৯৫ জন কৃষকের দেরশত বিগা জমিতে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে বি-৮৯ জাতের উচ্চ ফলন শীল জাতের ধানের চারা রোপন করা হয়।
ধানের চারা রোপনে উদ্ধোবধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসন চৌধুরী। সদর নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি বিভাগের পরিচালক আজিজুর রহমান,কৃষি অফিসার আ.হাই সরকার,সালেহ উদ্দিন টিপু,নরসিংদী কৃষি অফিসার স্বাক্ষর চন্দ্র বনিক, বিএনপি নেতা বিজি রশিদ নশেরসহ হাজারো কৃষক,কিষানী অংশ গ্রহন করেন।
তারা বলেন মানুষের হাতের স্পর্শ ছাড়াই প্লাস্টিকের ট্রেতে তৈয়ারী করা হচ্ছে বীজ তলা। সেখান থেকে ট্রেতে তুলে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপন। আর যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। এতে সময় খরচ ও শ্রমিক কম লাগায় খুশি এখানকার কৃষকরা।
আর এই প্রথম নরসিংদী সদর উপজেলায় বাগহাট্রা এলাকায় প্রায় দেড়শত বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে রোপন করা হচ্ছে উচ্চ ফলনশিল ব্রি-ধান ৮৯ জাতের ধানের চারা। হাজারো কৃষক জমায়েত হয়ে উপভোগ করছে যন্ত্রের মাধ্যমে লাগানো ধানের চারা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসমে নরসিংদীর ৬টি উপজেলায় ৫৬ হাজার ৬ শত ১৮ হেক্টর জমিতে বোরোধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।