স্টাফ রিপোর্টার: আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে নরসিংদীতে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে নরসিংদীর সিদ্দিকিয়া কমপ্লেক্স ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ হৃদয় খান, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।
তারা বলেন, আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদার একজন সমাজসেবক, দানবীর ছিলেন। তিনি গরীব দুঃখী মানুষের জন্য সবসময় কাজ করে গেছেন। আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে হারালো। বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দেয়া ও মোনাজাত করা হয়।
পরে প্রায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।