মো. হৃদয় খান : নরসিংদীতে শতাধিক এতিম শিশুদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরন করলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি তামান্না নুসরাত বুবলী।
বুধবার রাতে নরসিংদীর বাসাইল গাউছিয়া এতিমখানা ও দরুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার ও এতিমখানা পরিদর্শনকালে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরন করেন তিনি।
এসময় শতাধিক মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এমপি তামান্না নুসরাত বুবলী বলেন, আমাদের সকলের উচিত অসহায় ও এতিমদের পাশে দাড়ানো। নরসিংদীর ২ টি মাদ্রাসা পরিদর্শনে এসে প্রায় শতাধিক এতিম শিশুদের মাঝে কম্বল বিতরন করেছি। নবিজী বলেছেন যদি কেউ একজন অসহায় ও এতিমকে বস্ত্র দান করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহতালা জান্নাাতের কাপড় দিবে।
এসময় সবাইকে অসহায় ও এতিমদের পাশে দাড়ানোর আহব্বান জানান তিনি।
এখানে কমেন্ট করুন: