মো. হৃদয় খান : নরসিংদীতে ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নেয়া ও প্রতারণার মামলায় ২ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার শুনানিকালে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তার এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত প্রতারকরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল মধ্যপাড়া গ্রামের খোরশেদ মিয়ার পুত্র সাইফুল ইসলাম রুদ্র ও নরসিংদীর ভেলানগরের মৃত নিয়ত আলীর পুত্র রাজু মিয়া।
মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন নরসিংদী আইনজীবি সমিতির সভাপতি এড. মিজানুর রহমান নাজির (আরমান) এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন এড. হান্নান।
আসামীদেরকে কারাগারে প্রেরণের ঘোষণায় বাদী পক্ষের আইনজীবি স্বস্তি প্রকাশ করে জানান, কোন অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। এই ২ প্রতারক ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারী ঘর, গাভী, সেলাই মেশিন ও ভ্যান গাড়ি দেওয়ার কথা বলে ভোক্তভোগীদের কাছ থেকে প্রতারনা করে লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এদিকে আদালতের উপর সন্তুষ্টি প্রকাশ করে ভুক্তভোগী জানান, প্রতারক সাইফুল ইসলাম রুদ্র ও রাজু মিয়া ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারী ঘর ও গাভী দেয়ার কথা বলে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়। আমি টাকা ফেরত চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নিরুপায় হয়ে বিচারের আশায় আদালতে মামলা করি।
ইতিপূর্বেও প্রতারক সাইফুল ইসলাম রুদ্র নরসিংদীর রায়পুরার এক মহিলার কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে তার কাছ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাল সিল, বিভিন্ন পত্রিকার ভূয়া আইডি কার্ড ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।