স্টাফ রিপোটার:নরসিংদীর পলাশে এতিমখানার বিভিন্ন আয়-ব্যয়ে ভুয়া ভাউচার ও হিসাব বিবরণী দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উপজেলার ইছাখালী দারুল মাছাকীন ইসলামিয়া এতিমখানার কার্যকারী কমিটির সাধারণ সম্পাদক ও ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এতিমখানা কার্যকারী কমিটির একাংশ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এতিমখানার সামনে অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ.ক.ম রেজাউল করীম বিভিন্ন অপ-কৌশলে এতিমখানার নামে-বেনামে দোকানঘর নির্মাণে অনিয়মের মাধ্যমে প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করেছে।

তা ছাড়া এতিমখানার সোনালী ব্যাংক পলাশ শাখা থেকে সরকারি বরাদ্ধের ২ লাখ ৪১ হাজার টাকা উত্তেলন করে সেখান থেকেও ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছে।এ ছাড়াও ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার বিভিন্ন দোকান ভাড়া দেয়ার কথা বলে নামে-বেনামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে অধ্যক্ষ রেজাউল করীম। ইতিপূর্বেও রেজাউল করীমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পরেও কোনো বিচার হয়নি। তাই এবার অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করীমের অপসারণ ও অনিয়মের সুষ্ঠ তদন্ত দাবি করেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এতিমখানা কমিটির সদস্য ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিকদার ও আওয়ামীলীগ নেতা কামাল হোসেনসহ স্থানীয়রা। ইতিপূর্বে এতিমখানার সভাপতি সোহরাব হোসেন ও কার্যকারী সদস্য রহিম পাঠান অধ্যক্ষ রেজাউল করীমের অনিয়মের বিরুদ্ধে ও টাকা আত্মসাতের ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ উপজেলা সমাজসেবা কার্যালয় বরাবর দায়ের করেন।

যা তদন্তাধীন রয়েছে। মানববন্ধনের খবর পেয়ে পলাশ থানার ওসি শেখ মো.নাসির উদ্দিন সংগীয় ফোস সহ ঘটনার স্থল পরিদর্শন করেন ,মানববন্ধনে বাধাদেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এখানে কমেন্ট করুন: