মো. হৃদয় খান: নরসিংদীতে এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার ধাতব মুদ্রা (কয়েন) নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও সর্বস্তরের ব্যবসায়ী। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদে চা-পানের দোকানগুলোতেও এসব কয়েন (পয়সা) নিতে চায় না অনেক ব্যবসায়ীরা। এ নিয়ে ক্রেতা, বিক্রেতার মধ্যে প্রতিনিয়ত হয়ে থাকে কথা কাটাকাটি। কোথাও দেখা গেছে, মারামারি হাতাহাতিতে রুপ নিয়েছে এই মূদ্রা গ্রহণ করাকে কেন্দ্র করে।
নরসিংদীর বিলাসদী এলাকার ব্যবসায়ী হারুন জানান, আমাদের কাছে পর্যাপ্ত খুচরো কয়েন জমে গেছে। এসকল কয়েন কোন কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে না। যার ফলে আমাদের মতো ক্ষুদ্র বিক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে। দোকানগুলোতে খুচরা পয়সা না নেওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে প্রায় সময়ই বাকবিতন্ডার সৃষ্টি হয়।
সার্কিট হাউজ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানের বিক্রেতারা অভিযোগ করে বলেন, বড় মহাজন ও পাইকারী ব্যবসায়ীরা খুচরো পয়সা নিতে অস্বীকার করেছে। যার ফলে বাধ্য হয়েই ক্রেতাদের কাছ থেকে খুচরা কয়েন নিলেও তা আমাদের কাছে জমা রয়ে যায়, যা আমাদের প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।