দীর্ঘ দেড় বছর পর গ্যাস সংযোগ পেলো নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায়। বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল সার কারখানায় উৎপাদন ক্ষমতা

এক হাজার ৪২২ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সার কারখানা ও ৩০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন পলাশ সার কারখানা দুটিতে সরকাররি সিদ্ধান্তে ২০১৭ সালের ১৭ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্রোবাংলা (তিতাস কর্তৃপক্ষ)। পলাশ সার কারখানার মহাব্যবস্থাপনা (পরিচালক) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘদিন ধরে সার কারখানায় কর্মরত শ্রমিকদের দাবিতে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের অনুরোধে ও সরকারি সিদ্ধান্তে (শুক্রবার) বিকালে পেট্রোবাংলা থেকে গ্যাস সংযোগ দেয়া হয়। এরপর থেকেই কারখানার বিভিন্ন অংশ এক এক করে পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বয়লার চালু করা হবে। বয়লার চালু হলেই কারখানার উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হবে। আর ইউরিয়া উৎপাদন আসতে ৫/৭দিন সময় লাগতে পারে। এদিকে গ্যাস সংযোগের কারণে কারখানার শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে । শুধু তাই নয়, এলাকাবাসীর মুখেও হাসির সীমা নেই বলেও জানান তিনি ।ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল হক ভূইয়া জানান, ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা দুটি কেপিআই মান-১ বিশিষ্ট উচ্চ প্রযুক্তি সম্পন্ন কারখানা। এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কারখানার কিছু মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে। সেগুলো এখন পরীক্ষা-নীরিক্ষা চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই উৎপাদন শুরু হবে

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *