নরসিংদীতে কলেজ শিক্ষক পরিবার (কশিপ) এর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কলেজ শিক্ষক পরিবার(কশিপ) নামে শিক্ষকদের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত শনিবার সকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সংগঠনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষাবন্ধু আব্দুল কাদির মোল্লা।

কশিপ এর আহবায়ক শিক্ষক আঃ বাতেন এর সভাপতিত্বে এবং শিক্ষক হারুনুর রশীদ ভূইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান রুমি, কশিপ এর সদস্য সচিব মোঃ আবদুর রউফ রাব্বু এবং অধ্যক্ষ মো: আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির মোল্লা বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাদের ঐক্য সমাজে আলোর দিশারী হিসাবে কাজ করে। তাদের এ মহৎ উদ্যোগের সঙ্গে আমি আছি। সেই সাথে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

বক্তারা বলেন, নরসিংদীর কলেজ শিক্ষকদের নিয়ে এক সঙ্গে চলা, বিপদে আপদে পাশে থাকা, সর্বোপরি নরসিংদীতে একটি কলেজ শিক্ষক একাডেমি স্থাপন করাই মুল লক্ষ্য।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।

এখানে কমেন্ট করুন: