স্টাফ রিপোর্টার: আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম বাবুু।
গত ১০ জানুয়ারী জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম বাবু বলেন, আমি আসন্ন নরসিংদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী। বিগত সময়ে আমি আমার ওয়ার্ডের সকল সাধারণ মানুষদের সুখ-দুঃখে পাশে ছিলাম। করোনাকালীন সময়ে আমি আমার এলাকায় কর্মহীন অসহায় মানুষের পাশে সামর্থ অনুযায়ী দাড়িয়েছে। এলাকার দুর্ভোগ নিবারণের জন্য ব্যক্তিগত উদ্যোগে নিরলস ভাবে কাজ করেছি।
আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন এলাকার উন্নয়নের পাশাপাশি ৫ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদানের নিশ্চয়তার এবং আধুনিক নগর-জীবন গড়ে তুলার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।