নরসিংদীতে মহিলা আ.লীগ নেত্রীর বাড়িতে সন্ত্রাসী হামলা, আতঙ্কে এলাকাবাসী

রাব্বি আহমেদ সিয়াম, স্টাফ রিপোর্টার: নরসিংদীতে মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারহানা সরকার সুমার বাড়িতে প্রকাশ্যে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ রবিবার বেলা ১১ টার দিকে শহরের রাঙ্গামাটি উত্তর সাটিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এসময় সন্ত্রাসীরা বাড়ি ঘর ভাংচুর করে নগদ ৬০ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

ভোক্তভোগী জানায়, আজ বেলা ১১ টার দিকে হুট করে ২০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী মুখে গামছা পেচিয়ে মেইন গেটের দরজায় এলাপাথারি কুপাতে থাকে। পরে তালা ভেঙ্গে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। ককটেল মেরে গুলি চালিয়ে বাড়িঘর ভাংচুর থেকে শুরু করে বাসা ভাড়া বাবদ নগদ ৬০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণ সহ মালামাল লুট করতে থাকে। এসময় সন্ত্রাসীরা প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ৯৯৯ ফোন দিলে  নরসিংদী সদর মডেল থানার এসআই মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নরসিংদী মডেল থানার এসআই মেহেদী বলেন, আমি সংবাদ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহন করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এখানে কমেন্ট করুন: