নরসিংদীর পলাশে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম আনন্দ উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির,

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও উপজেলার সাংবাদিকবৃন্দ। শেষে পলাশ থানা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এখানে কমেন্ট করুন: