মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী:নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আ. মান্নানের উপর হামলার ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শাকিল পাঠানের বিরুদ্ধে মনোহরদী থানায় দায়ের করা মামলা তদন্ত শুরু করেছে ময়মনসিংহ ইন্ডস্ট্রিয়াল পুলিশ। বৃহস্পতিবার(২৭ জুলাই)তদন্তের প্রথমপর্বে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে দাবী করেছেন ভুক্ত ভুগী আ.মান্নান। অভিযোক্ত শাকিল পাঠানের গ্রামের বাড়ী মনোহরদী উপজেলার বকচর গ্রামে তার পিতার নাম কাজল পাঠান বর্তমানে ময়মনসিংহে ইন্ডস্টিয়াল কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে।
গত ১৬ এপ্রিল রাতে কনেস্টেবল শাকিল পাঠান তার দলবল নিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি আ.মান্ননের উপর হামলা চালিয়ে গুরতর জখম করে।এই বিষয়ে মনোহরদী থানায় শাকিল পাঠানসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যাহার নং ৯(৪)২০২৩। পরবর্তীতে বিষয়টি তদন্তে সত্যাতা প্রমানিত হওয়ায় কনস্টেবল শাকিল পাঠান সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মনোহরদী থানা পুলিশ।
তদন্ত কারী অফিসার ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশর -৫ সহকারী পুলিশ সুপার মো.গোলাম মোর্শেদ তালুকদার বলেন কনস্ট্রেবল শাকিল পাঠানের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্বারক নং ৪৪.০১.০০০০.১০২.৬৯.০০৮.২০২৩ তে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তারই প্রেক্ষিতে গত ২৭ জুলাই আহত ভিকটিমসহ স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহনের জন্য অফিসে ডাকা হয়। আমারা তাদের স্বাক্ষীসহ প্রমান পত্র গ্রহন করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন আকারে পুলিশ হেডকোয়াটারে প্রেরন করা হবে। এ বিষয়ে বিধি মোতাবেক পুলিশ হেডকোয়াটার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।