পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলের মতো বৃহৎ অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে দেশে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, “উন্নয়ন প্রকল্পের নাম করে লুটপাটের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, যা দেশের দীর্ঘমেয়াদি উন্নতির পথে বড় বাধা।”
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় সারজিস আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামোগত উন্নয়ন দেখালেও প্রকল্পগুলো বাস্তবায়নের আড়ালে দুর্নীতি হয়েছে। যেসব প্রকল্প ২০ হাজার কোটি টাকায় শেষ হতে পারত, তা সিন্ডিকেট, লুটপাট ও স্বজনপ্রীতির কারণে ৩৫ হাজার কোটি টাকায় ঠেকেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “পদ্মা সেতু নির্মাণের পর রেলওয়ে প্রকল্পে খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। অথচ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাত্র ১ হাজার কোটি টাকা প্রয়োজন ছিল। চীন সহযোগিতা করতে এগিয়ে এলেও ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে প্রকল্পটি এগোয়নি, যা দেশের জন্য বড় সমস্যা।”