মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাও। সোমবার (২৫ মে) রাত ৮টা ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, এই কম্পনের উৎপত্তি ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটি মাঝারি মানের কম্পন ছিল।

ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত সিলেটেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়। এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এখানে কমেন্ট করুন: