নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Share on Facebook

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের বাসাইল এলাকায় প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জেলা হাসপাতালটি শুধু নরসিংদীর মানুষকে সেবা দিচ্ছে এমন নয়। আশপাশের সবকটি জেলাসহ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী সকলকেই সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। আর এই হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ জেলার স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক উন্মোচিত হল। এর মাধ্যমে বিশেষায়িত বিভিন্ন বিভাগের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের সকল সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তীতে এটি ৫০০ শয্যা এবং একটি মেডিক্যাল হাসপাতালে রূপান্তরিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে। যা আগামিতে শেখ হাসিনা সরকার গঠন করলেই সম্ভব হবে।

সিভিল সার্জন কার্যালয় ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই ভবনটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। ভবনটি ১২ তলা বিশিষ্ট ভিত্তির হলেও প্রাথমিকভাবে ৭তলা পর্যন্ত নির্মাণ করা হবে। যার প্রত্যেকটি ফ্লোর হবে প্রায় সাড়ে ১৭ হাজার বর্গফুটের।

অবকাঠামোগতভাবে এই ভবনটি ২৫০ শয্যা বিশিষ্ট বলা হলেও প্রকৃতপক্ষে ২৭৫ টি শর্য্যা বসানো সম্ভব হবে। আর এই নতুন ভবনটি পূর্ণ ১২ তলা হলে এটিকে ৫০০ শয্যার সেবা দেওয়া সম্ভব। নতুন এই ভবনটিতে আইসিও, সিসিও এবং ৪ টি অত্যাধুনিক অপারেশন থিয়েটারও নির্মাণ করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুরের সাংসদ মো. সিরাজুল ইসলাম মোল্লা, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা গণপূর্ত ভবনের নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম, জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. মো. মোজাম্মেল হক প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *