মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী :নরসিংদীতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটির নাম ঘোষনা ছাড়াই চলে গেলেন জার্তীয় পাটির চেয়ারম্যান জি এম কাদের । শনিবার (৩ জুন) দুপুরে শিল্প কলা একাডেমিতে সম্মেলন হলেও কমিটির নাম ঘোষনা না দিয়ে চলে যান তিনি।জাপার দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলনের ডাকে উত্তাল নরসিংদীতে জাতীয় পার্টির (জাপা) দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি সম্মেলনের ডাক দেয় তারা।

দুটি গ্রুপই পরপর দুই দিন ভিন্ন ভিন্ন স্থানে সম্মেলনের ডাক দেয়। এ দিকে গ্রুপ দুটি একে অপরের সম্মেলন প্রতিহত করতে প্রস্তুতিও ছিলেন।এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন ধরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরর নেতৃত্বাধীন গ্রুপটিই সক্রিয় ছিল এবং এখনো সক্রিয় আছে। জেলার প্রায় সকল নেতাকর্মীই এই গ্রুপের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।

কিন্তু জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব ওমর ফারুকের অদূরদর্শিতার কারণে সাম্প্রতিক সময়ে জেলার নেতৃবৃন্দ দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।কিছু নেতাকর্মী রওশন এরশাদের নেতৃত্বাধীন গ্রুপটিকে সমর্থন দিয়ে ওই গ্রুপে গিয়ে যোগ দেয়। বর্তমানে জিএম কাদের সমর্থিত গ্রুপটিকে সমর্থন দিচ্ছে জেলার নেতাকর্মীরা। শুধু ২/৩ শতাংশ নেতাকর্মী রওশন এরশাদের নাম করে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙার ও গোলাম মসিহদের সাথে আছেন বলে জানান তারা।

সম্মেলনে জি এম কাদের বলেন ডলার সংকটে কয়লার বিল পরিশোধ করতে না পারায় বন্ধ হতে যাচ্ছে কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।প্রশ্ন বিদ্যুতের বিল তো বাকি রাখিনি। তাহলে কয়লার বিল বাকি কেন? আজ মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ফ্যাক্টরিগুলো বিদ্যুৎ পাচ্ছে না।মানুষকে বিভ্রান্তকরে লাখ লাখ টাকা তছরুপ করেছে বর্তমান সরকার।শনিবার নরসিংদী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জাতীয় পার্টির নরসিংদী জেলা আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক সঞ্চালনা সভায় জি এম কাদের বলেন,বর্তমান সময়ে সরকার বিদ্যুৎ দিতে পারছে না কেন? কারণ তেল নেই।

কয়লা কেনার পয়সা নেই। পয়সার অভাবে বিদেশ থেকে কোনো মাল আনতে পারছে না তারা। আজকে মানুষের এই দুর্দশার দায় সরকারের।জি এম কাদের বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত দুঃসময় পার করছে। সাধারণ মানুষের মাঝে চরম দুর্দশা চলছে। হতাশা চলছে। জিনিস পত্রের দামে ঊর্ধ্বগতি চলছে। সাধারণ মানুষ জানে না সামনের দিনগুলোতে কি হবে।নরসিংদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মালনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, নরসিংদী হলো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান নরসিংদীর সম্মেলনের আয়োজনের কথা বলেছেন।চুন্নু আরও বলেন, বর্তমান সময়ে কৃষকরা তাদের ফসলের ন্যার্য্য মূল্য পাচ্ছে না। আওয়ামী লীগ খাইতে খাইতে আর কি খাবে বুঝে না। বিএনপি একবার বলে তত্ত¡বাবধায়ক আবার বলে সংবিধান। আর আমরা বলি জনগণের মুক্তি চাই।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফখরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগির সিকদার লোটন, হাবিুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমুখ।

এখানে কমেন্ট করুন: