নরসিংদীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক!

স্ত্রীর অনুপস্থিতিতে নিজের ১২ বছর বয়সী মেয়েকে কয়েক মাস ধরে ধর্ষণের অপরাধে কুষ্টিয়ার মমিন মিয়াকে (৩৫) আটক করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ। দুশ্চরিত্র লম্পট পিতা মমিন মিয়া পেশায় রাজমিস্ত্রি। সে কুষ্টিয়া সদর উপজেলার হরি নারায়নপুর এলাকার মৃত মিরাজুল ইসলামের ছেলে।

মমিন রাজমিস্ত্রি পেশার সুবাধে গত ৫ বছর ধরে মাধবদী থানার আনন্দি এলাকার হোসেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়ের মা একটি পাওয়াল লুম ফ্যাক্টরিতে কাজ করে। মায়ের অনুপস্থিতিতে গত ৪ মাস পূর্বে কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে পিতা মমিন মিয়া। ধর্ষণের বিষয়টি মাকে জানালে লোকলজ্জার ভয়ে মা বিষয়টি গোপন রাখে। এরপর থেকে প্রায় সময় নিজ মেয়ে কে ধর্ষন করতে থাকে লম্পট মমিন।

নিরুপায় হয়ে মেয়েটির মা গত শনিবার মাধবদী থানায় এসে অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে পুলিশ মমিন মিয়াকে গ্রেফতার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মমিন মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

এখানে কমেন্ট করুন: