মো: শফিকুল ইসলাম নরসিংদী :
নরসিংদীতে বাসের চাপায় কাওসার মিয়া (২৮) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। রোববার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পলাশ উপজেলায় তার চাচাতো ভাই সাদ্দামের ফার্নিচারের দোকানে কাজ করতেন। আহত সাফিয়া বেগম (৪০) নিহত কাওসারের চাচা মঙ্গল মিয়ার স্ত্রী।মাধবদী থানার পুলিশ জানায়, কাওছার ও তার চাচি সাফিয়া বেগম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে পলাশ থেকে অটোরিকশায় করে রওনা হন।
পথে তারা পাঁচদোনা পৌঁছে অটোরিকশা থেকে নামলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ঈগল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা ঘাতক বাস চালক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ঘাতক বাসচালক রুবেল (৩৫) ও ঈগল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।