নরসিংদী আদালতে নিরাপত্তা জোরদারের দাবি

কুমিল্লার আদালতে হত্যাকান্ডের রেশ যেতে না যেতেই নরসিংদী আদালতে সংঘটিত দুটি ঘটনায় বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

আদালতের বিচারক এবং বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নরসিংদী জজ কোর্ট ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও আতঙ্ক কাটেনি। দেখা যায় আদালতের বাড়তি নিরাপত্তা হিসেবে আদালতে যাতায়াতকারী লোকজনদের বেগ ও দেহ তল্লাশি করছে পুলিশ।

নরসিংদী চিফ জুডিশিয়াল আদালতে পরপর দুটি ঘটনা এবং কুমিল্লার আদালতে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাকান্ডের কারণে আদালতসমূহের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার দুপুরে এমন তথ্যই সাংবাদিকদের জানিয়েছেন নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র দাস।

বর্তমানে আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান। আদালতের অনুলিপি বিভাগের তুলনা সহকারী প্রদীপ কুমার দাস জানিয়েছেন, গত ১৪ই জুলাই রাতে কে বা কারা আদালতের অফিস কক্ষের জানালার একটি পার্ট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। ১৫ই জুলাই সকালে অফিস সহায়ক এরশাদ রুমে তালা খুলে গিয়ে দেখেন অফিসের জানালার একটি পার্ট ভাঙ্গা। অফিস সহায়ক সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রদীপ কুমার দাসকে জানালে তিনি দ্রুত সেখানে গিয়ে দেখেন কে বা কারা জানালার পার্ট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালিয়েছে।

এখানে কমেন্ট করুন: