নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মো: শফিকুল ইসলাম নরসিংদী : নরসিংদীতে বোধবার বিকালে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জজশীপের সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদ ও অভিযুক্তদের সতর্ক করেছেন।

এসোসিয়েশনের নেতারা/ সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম্ ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান তারা। কেন্দ্র থেকে ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকল স্টাফ ঐক্যমত্য প্রকাশ করেন। সংঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট যথাযথ মর্যাদায় পালন করা হবে বলে ঘোষনা করেন তারা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সভাপতি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সেলিম, জেলা জজ আদালতের নাজির নারায়ন চন্দ্র শর্মা,চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে প্রশাসনিক কর্মকর্তা মো: আদেল পাঠান, এস এম মোজাহিদুল হক তপন প্রমুখ্য।

এখানে কমেন্ট করুন: