নরসিংদীর শীর্ষ ৫ পরিবহন চাঁদাবাজ র‍্যাবের হাতে গ্রেফতার

পরিবহনে চাঁদাবাজের অভিযোগে নরসিংদী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব -১১ বিশেষ অভিযানে ৫ শীর্ষ চাঁদাবাজকে আটক করা হয়েছে। ২৩ জুলাই দিবাগত রাতে নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করার সময় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো নরসিংদী সদরের তেলিকুনা পাড়ার পিতা মৃত খান সাহেবের ছেলে নব মুসলিম সোহেল খান (৪৫) (মুসলিম হওয়ার আগের পরিচয় অপন কুমার সাহা পিতা অনীল কুমার সাহা), নরসিংদীর উত্তর সাটিরপাড়া শাপলা চত্বর এলাকার মৃত ইউসুফ খানের ছেলে জান্নাত হোসেন (৫০), কাউরিয়া পাড়ার ইউনুস মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩৫), নরসিংদী ভাগদী এলাকার মৃত কাওছার খানের ছেলে মোঃ সাহেদ খান (১৯) এবং এলাকার মৃত চন্নু আলমের ছেলে মোঃ খোরশেদ আলম (৪৩)।তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬৫ হাজার ৭শ’ ২০ টাকা, ০৬টি মোবাইল ফোন ও বিপুল পরিমান চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এক প্রেস রিলিজ এ জানান, উপস্থিত সাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নরসিংদী সদর উপজেলার নতুন বাস টার্মিনাল, মুড়ি চত্বর এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু, ব্যাটারী চালিত ইজি বাইক ইত্যাদি থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চালকদের কাছ থেকে গাড়ি প্রতি ২০০ টাকা থেকে ৫০০ টাকা করে প্রতিদিন প্রায় ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসছে। আটককৃত আসামিরা এরুপ অপতৎপরতা পূর্বে থেকেই করে আসছে মর্মে স্বীকার করে।

তাদের অত্যাচারে যানবাহনের চালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানা যায়। এছাড়াও স্থানীয় চালক ও জনসাধারণের কাছ থেকে আরো জানা যায় যে, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। আটককৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র‍্যাব -১১ এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যত্য পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২৩ জুলাই ২০১৯ তারিখে দিবাগত রাতে নরসিংদী সদর থানাধীন নতুন বাস টার্মিনাল, মুক্তিচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।

এখানে কমেন্ট করুন: