নরসিংদীর জেলা প্রশাসনের প্রচারণা সব সেবা এখন ‘৩৩৩’ নম্বরে

মো. শফিকুল ইসলাম:
সরকারের সেবা প্রদান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু হলো ‘৩৩৩’ নম্বরের কল সেন্টার। বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছে নরসিংদীর জেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের সামনে ৩৩৩ নম্বরের সেবার বিষয়টি উপস্থাপন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই।

তিনি বলেন, যেকোনো নাগরিক ‘৩৩৩’ নম্বরে কল করে সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে পারবেন এবং সরকারি সকল সেবা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এই কল সেন্টারটি বন্ধের দিনসহ ২৪ ঘণ্টা খোলা থাকে। ৩৩৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে সব সেবা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি), প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, সহ সকল সাংবাদিকরা।

এখানে কমেন্ট করুন: