শপথ নিলেন নরসিংদী জেলা আইন জীবী সমিতির নব নির্বাচিত কর্মকর্তারা

মো: শফিকুল ইসলাম:
নরসিংদী জেলা আইন জীবী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী সংসদ ২০২০ ইং এর নব নির্বাচিত কার্য নির্বাহী সাংসদবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী বুধবার সকালে নরসিংদী জেলা আইনজীবী সমিতির মূল ভবনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত কার্য নির্বাহী সাংসদবৃন্দের শুরুতে শপথ নেন নরসিংদী জেলা আইন জীবী সমিতির সভাপতি মো. মিজানুর রহমান নাজির (আরমান)সহ সভাপতি মুহাম্মদ আবুল কাশেম,সম্পাদক খন্দকার আতাউর রহমান,সহ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান(লিটন)কোষাধ্যক্ষ মুহাম্মদ নাদিম হোসেন খান,লাইব্রেরী সম্পাদক নুর মোহাম্মদ খান,সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শেখ মোহাম্মদ নোরুল্লাহ,কার্য নির্বাহী সদস্য মো. মোস্তফা সরকার,মো. রোবেল মিয়া,মো: মাঈন উদ্দিন,সৈয়দ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ,নারী শিশু বিচারক মো. জুয়েল রানা,অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামিন জাহান,যুগ্ন জেলা জজ ১ম আদালত ফরহাদ মামুন,যুগ্ন জেলা জজ ২য় আদালত মো. সাজ্জাদুর রহমান,সিনিয়র সহকারী জজ মেহের নিগার সূচনা,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহা: রকিবুল ইসলাম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তার সহ সকল বিচারক ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমল কুমার ঘোষ, সাবেক সভাপতি একে এম বদরুজা জিল্লু,সাবেক সভাপতি এড আব্দুল হান্নান ভূয়া, সাবেক সভাপতি এড শওকত আলী পাঠান, সাবেক সভাপতি এড শাহাজাহান মিয়া, সাবেক সাধারন সম্পাদক এড তারেক মোহাম্মদ লুৎফুর রহমান,প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস,সম্পাদক মাজাহারুল পারভেজ, এসময় সকল বিচারক ও আইন জীবীরা উপস্থিত ছিলেন। তারা বলেন আইন আশ্রয়ী জনগনকে আইনের সেবাদিতে হলে বার ব্রেঞ্চকে এক সাথে কাজ করতে হবে। কেউ দুর্নীতি করবে না আর র্দুনীতি করলে কেউ ছাড় পাবেনা এখনো সময় আছে ভাল হয়ে যান।

এখানে কমেন্ট করুন: