নরসিংদীর প্রবীণ আইনজীবী বদরুদ্দোজা চৌধুরী জিল্লুর রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল

মো: শফিকুল ইসলাম:
নরসিংদী আইনজীবি সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক, পরিকত ফাউন্ডেশনের আজীবন চেয়ারম্যান, নরসিংদী জেলা পূর্ব মহকুমা আওয়ামী লীগের সাধার সম্পাদক, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জি.এস, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রথিতযশা আইনজীবি এডভোকেট মোঃ বদরুদ্দোজা চৌধুরী জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন।

শনিবার দিবাগত রাত ২.৫৫ মিনিটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহী ও ইন্নাইলাহী রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে নরসিংদী জেলা আইনজীবি সমিতি ও জেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।

আজ রোববার(৫জানুয়ারি) বাদ জোহর নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে হাজারো মানুষের ঢল ছিল এসময় স্বজনেরা কান্নায় ভেঙ্গে পরেন। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে নরসিংদীর আদালতের সকল প্রকার কাজ কর্ম বন্ধ ছিল।

এখানে কমেন্ট করুন: