নরসিংদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

মো: শফিকুল ইসলাম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূইয়া,প্রফেসার মোহাম্মদ আলী,প্রফেসার গোলাম মস্তফা মিয়া,প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস,সম্পাদক মাজহারুল পারভেজ,মুক্তিযোদ্ধা কমেন্ডার মোতালিব পাঠান। এসব কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা সহ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এখানে কমেন্ট করুন: