নরসিংদীতে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: শফিকুল ইসলাম (মতি):
নরসিংদীতে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেনেবল রিইন্টিগ্রেশন এন্ড ইমপ্রভড মাইগ্রেশন গভর্নেন্স ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটুন,ব্র্যাক প্রধান ম্যানেজার সাজ্জাদ হোসেন,সাহিদা আক্তার,মিজানুর রহমান কর্মকর্তারা। তারা বলেন দক্ষও ভাষা জ্ঞান সম্পন্ন জনশক্তি শ্রমবাজারে পাঠাতে হবে।এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তারা।

এখানে কমেন্ট করুন: