মো: শফিকুল ইসলাম(মতি)
নরসিংদীতে পূর্বশত্রুতার জের ধরে ইয়াসীন(২০) নামের এক যুবক কে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুস্ককৃতিকারীরা। মঙ্গলবার রাত ১০ টায় জেলা সদরের বৌয়াকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ইয়াসীন নরসিংদী শহরের দত্তপাড়া মহল্লার মিলন মিয়ার ছেলে। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত ৪ যুবককে রক্তমাখা ছুড়িসহ গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
একটি ডিএসলার ক্যামেরা সক্রান্ত কোন্দলেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। নরসিংদী জেলা পুলিশের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে হত্যার মোটিভ ও গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের দাসপাড়া মহল্লার বাসিন্দা মৃত জহুরে আলম এর ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা মারুফ(১৯), মনোহরদী থানার একদুয়ারিয়া এলাকার গিয়াস উদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন আদনান (১৯), শহরের নাগরিয়াকান্দি এলাকার মোরশেদ আলম এর ছেলে মারুফ মিয়া ওরফে ভাগীনা মারুফ(১৯) ও বানিয়াছল খালপাড় মহল্লার মৃত গাজী আসাদ এর ছেলে সোহেব মিয়া (৩৫)।
নিহত ইয়াসীন নরসিংদীর ইনডেক্স প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতো। হত্যায় ব্যবরিত রক্ত মাখা ছুরা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে গ্রেফতার কৃতরা হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।