শফিকুল ইসলাম মতি: নরসিংদীর পাবলিক কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা, দোয়া ও ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে শিশু একাডেমি হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো: আশরাফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপসি্থিত ছিলেন সরকার মাজহারুল আলম রাজিব,মো: আলমগীর হোসেন ভূইয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি ইসাহাক খলিল।
তারা বলেন কলেজের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে প্রত্যেককে দেশ, জাতী ও সমাজের প্রতি তাঁদের দ্বায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। উচ্চ শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার উপর গুরুত্বারুপ করেন। পরিবারে পিতা-মাতার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে সন্তানকে তা মনে রাখার উপদেশ প্রদান করেন তারা।