নরসিংদীতে একদিনে দুই ছাত্রী অপহরন খুঁজে পাচ্ছে না পরিবার দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

মো: শফিকুল ইসলাম:
নরসিংদীতে একদিনে দুই ছাত্রী অপহরন খুঁজে পাচ্ছেনা পরিবার দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তারা নরসিংদী শহরের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী। স্বজনেরা জানায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়, পরে আর বাড়ীতে আসে নাই। জানতে পারি শহরের হেমেন্দ্র সাহার মোড় থেকে তাদেরকে অপহরন করা হয়েছে।

এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে মেয়ে দুটির অপহরন কারী দুই কিশোরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছে পরিবার। অভিযুক্ত দুই কিশোর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। মেয়ে দুটির পরিবার বলছে, প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় দুই ছাত্রী।

নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় স্কুল, প্রাইভেট শিক্ষকসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মেয়ে দুটিকে অপহরণ করা হয়েছে। দ্রুত মেয়ে দুটিকে ফেরত চায় স্বজনেরা। নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, অভিযুক্ত এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুত ওই দুই ছাত্রীর সন্ধান পাওয়া যাবে বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: